চুয়াডাঙ্গায় ১৪টি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের আয়োজনে মানববন্ধনে ওই বিদ্যালয়গুলোর শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন বাবু, লিখন আহমেদ, চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি হাকিম মোহাম্মদ জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক শিরিনা আখতার বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত জেলার ১৪টি প্রতিবন্ধী বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। নিজে ভিক্ষা করেও এই শিক্ষকরা সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা দ্রুত এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি স্বীকৃতি ও এমপিওভুক্তির মাধ্যমে স্থায়ী সমাধান করার দাবি জানান।