অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এসএমই খাতে অর্থায়নে বিদ্যমান জটিলতা দূর করার জন্য বাংলাদেশ ব্যাংককে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বুধবার (২ জুলাই) সকালে এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, উদ্যোক্তারা ঋণ পেতে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন, তবে তাদের ঋণ পরিশোধের রেকর্ড তুলনামূলকভাবে ভালো। তাই ব্যাংকের কর্মকর্তারা এবং নীতিনির্ধারকদের আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত।
এছাড়াও, এসএমই খাতের সঠিক ডেটাবেজ তৈরি এবং দ্রুত ডিজিটালাইজেশন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সমন্বিতভাবে প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানান অর্থ উপদেষ্টা।