ঢাকা | বঙ্গাব্দ

ইয়েমেনেও তেহরানের মতো হামলার হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মঙ্গলবার (১ জুলাই) রাতে সতর্কবার্তা দিয়েছেন, ইয়েমেনের হুথি গোষ্ঠীর বিরুদ্ধে তেহরানে চালানো বিমান হামলার মতোই অভিযান চালানো হবে। সম্প্রতি ইরানে ইসরায়েলি হামলার উদাহরণ টেনে এই হুঁশিয়ারি দেন তিনি।

এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া বার্তায় কাটজ বলেন, ‘তেহরানে সাপের মাথায় আঘাত করার পর এবার ইয়েমেনে হুথিদের ওপর একই ধরনের আক্রমণ হবে।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে যেই হাত উঠবে, সেই হাত কাটা পড়বে।’

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে।

তবে ইসরায়েলের এই হুমকির ব্যাপারে হুথি গোষ্ঠীর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

ইসরায়েল ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে চলমান উত্তেজনার কারণে এই হুমকি মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স