ঢাকা | বঙ্গাব্দ

‘ড. ইউনূসকে একদিন আদালতে কেঁদে বলতে হবে ভুল হয়েছে’

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর বলেছেন, মবের কারণে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদিন আদালতে দাঁড়িয়ে কেঁদে কেঁদে স্বীকার করতে হবে যে আমরা তাকে আশ্রয় ও প্রশ্রয় দিয়েছিলাম, যা একটি বড় ভুল ছিল।

সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের টকশোতে তিনি এসব কথা বলেন।

টকশোতে তিনি আরও বলেন, বিশ্বের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও দায়িত্বশীলদের বিচার করার জন্য রক্তের রঙ লাল ছিল না কালো ছিল—এমন সন্দেহাতীত বিষয়ে কথা বলা প্রয়োজন নেই। বিচারের জন্য সংযোগ এবং পরিস্থিতি যথেষ্ট।

উদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা ভাবছেন সবকিছু সহজে পার হয়ে যাবে, কিন্তু তা সঠিক নয়। এই ড. ইউনূসের সরকারের প্রতিটি ক্ষেত্রে একেক জায়গায় ভেজাল ঢুকানোর চেষ্টা চলছে।

মবকে প্রশ্রয় দেওয়ার সরকারের কি লাভ আছে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা থাকলেও দেশে নির্বাচন করার উপযুক্ত পরিস্থিতি নেই। পুলিশ ও প্রশাসন প্রস্তুত নয়, দেশের অবস্থা অনুকূলে নেই, তখন কীভাবে নির্বাচন করা যাবে?

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, তার সব কাজই নির্বাচনের সময় পিছিয়ে দেওয়া এবং নির্বাচনী ব্যবস্থাকে দীর্ঘায়িত করার ওপর কেন্দ্রীভূত।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স