ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে স্পেনের শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিডেনর। মঙ্গলবার (১ জুলাই) দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
স্পেনের জনপ্রিয় সম্প্রচারমাধ্যম কাদেনা সের-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাস্ক অঞ্চলের এই প্রতিষ্ঠানটি এখন থেকে ইসরায়েলে আর কোনো ধরনের পণ্য রপ্তানি করবে না।
এর আগে আইরিশ সংবাদমাধ্যম দ্য ডিচ জানিয়েছিল, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত সিডেনর ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান আইএমআই সিস্টেমসের কাছে ১ হাজার ২০৭ টন স্টিল বার সরবরাহ করেছে।
সিডেনরের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েল তাদের মোট বিক্রির মাত্র শূন্য দশমিক ৫ শতাংশেরও কম, তাই বাণিজ্য বন্ধে আর্থিক ক্ষতি খুব সামান্য। পাশাপাশি এই সিদ্ধান্ত স্পেন সরকারের আহ্বানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের কথা বলা হয়েছে।
স্পেনের ভোক্তা বিষয়কমন্ত্রী পাবলো বুস্তিনদুই ব্লুস্কাই প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে বলেন, ‘সিডেনর সামাজিক চাপের জবাব দিয়েছে।’ তিনি আরও জানান, এখনো স্পেনের ব্যবসায়ী সংগঠনের অনেকেই সরকারের এই আহ্বানে সাড়া দেননি, যেখানে স্পেনের সব প্রতিষ্ঠানকে ইসরায়েলের দখল, বর্ণবৈষম্য ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্টতা ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই স্পেন সরকার জানিয়ে আসছে যে, তারা ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য স্থগিত করেছে। তবে এখনো কিছু পুরোনো চুক্তি বহাল রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
গত বছর স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত না করার সমালোচনা করে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেন, ইসরায়েল ওই চুক্তির মানবাধিকার বিষয়ক ধারাগুলো ‘স্পষ্টভাবে লঙ্ঘন’ করেছে।
উল্লেখ্য, গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জানিয়েছে।