নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন জোহরান মামদানি।
স্থানীয় সময় মঙ্গলবার (১ জুলাই) র্যাংক-চয়েজ ভোটিংয়ের ফলাফল প্রকাশিত হয়, যেখানে প্রাইমারির তৃতীয় রাউন্ড শেষে ৫৬ শতাংশ ভোট পেয়ে আলোচিত এই রাজনীতিক মনোনয়ন নিশ্চিত করেছেন।
মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য প্রয়োজন ছিল ৫০ শতাংশ ভোট। ৩৩ বছর বয়সী মুসলিম যুবক মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুউমোকে হারিয়েছেন এই প্রতিযোগিতায়।
আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন বর্তমান মেয়র এরিক এডামস। এর আগে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে মেয়র নির্বাচিত হলেও এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করবেন।