ঢাকা | বঙ্গাব্দ

উইম্বলডন: সাড়ে ৪ ঘণ্টার ‘ম্যারাথন’ শেষে জভেরেভের বিদায়

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

৪ ঘণ্টা ৪০ মিনিটের কঠোর লড়াইয়ের পর র‍্যাঙ্কিংয়ে ৭২ নম্বর থাকা রিন্দারনেখ আলেকজান্ডার জভেরেভকে পরাজিত করেছেন। এর ফলে ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্লামে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছে জার্মান এই তারকাকে।

ম্যাচটি পাঁচ সেটে খেলায় প্রথম দুই সেটই টাইব্রেকারে শেষ হয়। প্রথম সেটে জয় পান রিন্দারনেখ, তবে দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরার চেষ্টা করেন জভেরেভ। তৃতীয় সেটে আবারো রিন্দারনেখের জয়ের পর চতুর্থ সেটেও টাইব্রেকার অনুষ্ঠিত হয়, যেখানে জভেরেভ সেট জিতে সমতা ফেরান। কিন্তু শেষ ও পঞ্চম সেটে রিন্দারনেখের দাপুটে খেলায় জয়ী হন তিনি এবং মাঠে উল্লাসের পারদ চড়িয়ে দেন।

২০১৯ সালের পর এটি জভেরেভের সবচেয়ে দ্রুত গ্র্যান্ড স্লাম থেকে বিদায়। ঘাসের কোর্টে এই গ্র্যান্ড স্লামে কখনোই তিনি চতুর্থ রাউন্ডের বাইরে যেতে পারেননি। এবার ২৮ বছর বয়সী এই খেলোয়াড় ছেলেদের এককের প্রথম রাউন্ডেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স