প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সরকার বিমানের টিকিটের দাম কমিয়েছিল, কিন্তু এরপর আবারও দাম বৃদ্ধি পেয়েছে। টিকিটের মূল্য বৃদ্ধির পেছনে কিছু দুষ্টু লোকের সক্রিয়তা রয়েছে।
বুধবার (২ জুলাই) মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি বিমানের টিকিট ও তার দামের বিষয়ে হতাশা প্রকাশ করেন।
উপদেষ্টা বলেন, টিকিটের দাম কমানো এবং সিন্ডিকেটমুক্ত করতে মূলগত সংস্কারের প্রয়োজন, যা সরকারের একার পক্ষে করা সম্ভব নয়।
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তিনি জানান, প্রতি বছর সেখানে ৩০ থেকে ৪০ হাজার শ্রমিক নেওয়া হবে। তবে কিছু মানুষ ১২ লাখ টাকার নাম করে মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। তিনি এসব প্রতারণার শিকার না হতে সতর্ক থাকার আহ্বান জানান।
এছাড়া বাহরাইনে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার নামে বিভ্রান্তিকর ঘোষণা ও মারামারি করে দেশের মানহানির ঘটনা ঘটাচ্ছে এমন মন্তব্যও করেন ড. আসিফ নজরুল।