ঢাকা | বঙ্গাব্দ

ইভিএম কেনায় অর্থ অপচয়, ইসির তিন কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনাকে কেন্দ্র করে বিপুল অর্থ অপচয়ের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ জুলাই) দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াৎ তাদের জিজ্ঞাসাবাদ করেন।

দুদকের তলবে হাজির হন ইসির উপ-সচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আখতার এবং তৎকালীন সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফ হোসেন। জানা গেছে, এদিন নির্বাচন কমিশনের মোট ছয়জন কর্মকর্তাকে তলব করা হয়।

দুদকের অভিযোগ অনুযায়ী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নূরুল হুদাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে এবং সরকারি আর্থিক বিধি লঙ্ঘন করে কোনো ধরনের টেন্ডার ছাড়াই বাজারমূল্যের তুলনায় ১০ গুণ বেশি দামে ইভিএম কেনেন। প্রতিটি ইভিএমের প্রকৃত মূল্য ছিল দেড় লাখ টাকা, কিন্তু তা অনেক বেশি দামে কেনা হয়। এতে সরকারের প্রায় ৩ হাজার ১৭২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দুদক জানায়।

এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধান শুরু করে এবং প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স