চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকেই দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। তবে, ওই দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত আগামী ছয় মাস বা তার কিছু বেশি সময় এই টার্মিনাল পরিচালনা করবে বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার (২ জুলাই) দুপুরে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, এই সরকার দেশ বিক্রির জন্য ক্ষমতায় আসেনি। দেশের স্বার্থ সুরক্ষিত রেখেই নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার বিষয়ে বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চলছে। চুক্তি হলে বড় বিনিয়োগ আসবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিলে কারও চাকরির ক্ষতি হবে না। বরং কর্মসংস্থান নিরাপদ থাকবে।
এ সময় তিনি মংলা বন্দরের পরিকল্পনার কথাও জানান। উপদেষ্টা বলেন, মংলা বন্দরের ব্যবহার কেবল গাড়ি আমদানির জন্য নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে সেখানে দুটি নতুন টার্মিনাল নির্মাণের কাজ শুরু করবে চীন।