ঢাকা | বঙ্গাব্দ

আইনি প্রক্রিয়া মেনেই আসিফ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার মুরাদনগরের মতো ঘটনা দেশে যাতে আর না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বুধবার (২ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ধান গবেষণা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি জানান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া যথাযথ আইন অনুসরণ করেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন। তবে তার অস্ত্রের ম্যাগাজিন বহনের বিষয়টি ছিল ভুল, যা ইতোমধ্যে স্বীকারও করা হয়েছে।

চালের বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে পর্যাপ্ত চাল উৎপাদন হচ্ছে। তারপরও চালের দাম বেশি। কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের মুনাফার জন্য বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। সরকার এসব বিষয়ে নজর রাখছে বলেও জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স