মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট নির্বাচনে নিজের পুত্রবধূ লারা ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনীত করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, “লারা নর্থ ক্যারোলাইনায় জন্মগ্রহণ ও বেড়ে উঠেছে, যদিও পরবর্তীতে তার পরিবার ফ্লোরিডায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। সে একজন অসাধারণ মানুষ। আমি সবসময়ই চাইতাম, সে নির্বাচনে অংশ নিক। যদিও সে এখন নর্থ ক্যারোলাইনায় বাস করেন না, তবে তার মন নর্থ ক্যারোলাইনাতেই রয়েছে।”
২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্য থেকে সিনেট সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন লারা ট্রাম্প। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য থেকে ১০০ জন সিনেটর নির্বাচিত হন। নর্থ ক্যারোলাইনা অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য, যেখানে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হয়।
এদিকে, মঙ্গলবার সিনেটে ট্রাম্পের প্রস্তাবিত কর সংস্কার ও অভিবাসন সংশোধনী বিল পাস হয়, যেখানে ধনীদের জন্য কর ছাড় এবং দরিদ্রদের স্বাস্থ্যবিমার অর্থছাঁটাইয়ের প্রস্তাব রাখা হয়। নর্থ ক্যারোলাইনার বর্তমান সিনেটর থম টিলিস এই বিলের বিরুদ্ধে ভোট দেওয়ায় ট্রাম্প তার প্রতি অসন্তুষ্ট হন। এরই জেরে ওই আসনে নিজের পুত্রবধূ লারাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেন তিনি।
লারা ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় সন্তান এরিক ট্রাম্পের স্ত্রী। তারা বর্তমানে ফ্লোরিডায় স্থায়ীভাবে বসবাস করছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির উদ্যোগে গঠিত রিপাবলিকান ন্যাশনাল কমিটির কো-চেয়ার ছিলেন লারা।
বর্তমানে তিনি ফক্স নিউজের সাপ্তাহিক অনুষ্ঠান ‘মাই ভিউ উইথ লারা ট্রাম্প’-এর উপস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন।