ঢাকা | বঙ্গাব্দ

তাসকিনের টানা দুই ওভারে দুই উইকেট

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

শ্রীলঙ্কার ওপেনার নিশান মাদুশকাকে আগের ওভারে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর পরের ওভারে আবার আক্রমণে এসে টাইগার পেসার ফেরান চার নম্বরে নামা কামিন্দু মেন্ডিসকে।

ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলেই তাসকিনের বলকে মিডঅফের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন কামিন্দু। কিন্তু বল ঠিকভাবে উঠেনি, সহজ ক্যাচ চলে যায় মিডঅফে ফিল্ডিং করা মেহেদী হাসান মিরাজের হাতে। কোনো ভুল করেননি মিরাজ, সহজ ক্যাচ তালুবন্দি করে দলকে এনে দেন আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট। ফলে মাত্র ২৯ রানেই ৩ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে শ্রীলঙ্কা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৮৯ রান।

এর আগে, বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরু থেকেই দুর্দান্ত বোলিং করেন বাংলাদেশি দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। যার ফলও দ্রুতই পেয়ে যায় বাংলাদেশ।

টেস্ট সিরিজে বাংলাদেশকে ভুগিয়েছিলেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা। তবে এবার তাকে কোনো সুযোগ দেননি টাইগার পেসার তানজিম হাসান সাকিব। মাত্র ৮ বলে শূন্য রানে সাজঘরে ফেরত পাঠান নিশাঙ্কাকে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স