ঢাকা | বঙ্গাব্দ

থাইল্যান্ডে ‘এক দিনের প্রধানমন্ত্রী’ সুরিয়া জুংরুংরুয়াংকিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদ সাময়িকভাবে স্থগিত হওয়ায় ওই দায়িত্ব সাময়িকভাবে পালন করছেন উপপ্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত। তবে তার এই প্রধানমন্ত্রীত্ব চলবে মাত্র একদিনই; বুধবার (২ জুলাই) তিনি এই দায়িত্ব থেকে সরে যাবেন।

সুরিয়া তার সাময়িক প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে ব্যাংককে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে কাজ শুরু করেন। অনুষ্ঠানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৯৩তম বার্ষিকী উদযাপন করা হয়। মজার বিষয় হলো, ৯৩ বছর পূর্তি উদযাপন হলেও, সুরিয়া এই কার্যালয়ের দায়িত্বে থাকবেন ৯৩ ঘণ্টার চেয়ে কম সময়।

সাংবাদিকরা তার সংক্ষিপ্ত মেয়াদ নিয়ে প্রশ্ন করলেও সুরিয়া সেগুলো এড়িয়ে যান। তিনি জানান, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি গুরুত্বপূর্ণ দলিলের ওপর স্বাক্ষর করা, যা বৃহস্পতিবার (৩ জুলাই) ক্ষমতা হস্তান্তরের জন্য প্রয়োজন হবে।

প্রায় দশকের বেশি সময় ধরে থাই রাজনীতিতে সক্রিয় সুরিয়া জুংরুংরুয়াংকিত ‘অভিজ্ঞ ও সুযোগসন্ধানী’ রাজনীতিক হিসেবে পরিচিত। থাই মিডিয়ায় তাকে এমন একজন হিসেবে দেখানো হয়, যিনি রাজনৈতিক পরিস্থিতি বুঝে সঠিক সময় এবং অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং ক্ষমতাসীন দলের প্রতি আনুগত্য প্রকাশে পিছপা হন না।

সাংবিধানিক আদালত মঙ্গলবার জানিয়েছে, কম্বোডিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে মন্ত্রীদের জন্য নির্ধারিত নৈতিকতার মানদণ্ড লঙ্ঘনের অভিযোগে পেতংতার্নের বিরুদ্ধে ‘যথেষ্ট প্রমাণ’ রয়েছে। এ কারণে তার প্রধানমন্ত্রীত্ব স্থগিত করা হয়।

তবে থাই গণমাধ্যম ও এনডিটিভির মতে, পেতংতার্নের একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর জনমনে অসন্তোষ সৃষ্টি হয়। ওই ফোনালাপে তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে ‘চাচা’ সম্বোধন করেন এবং এক থাই সামরিক কর্মকর্তার সমালোচনা করেন। এরপর থেকেই তার পদত্যাগের দাবি জোরালো হয়।

সুরিয়ার এই অস্থায়ী দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ফুমথাম উইচায়াচাই। ক্ষমতাসীন ফেউ থাই পার্টির ঘোষণায় জানা গেছে, মন্ত্রিসভার পুনর্গঠনে ফুমথামকে নতুন সহকারী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হবে, যা উপপ্রধানমন্ত্রীর পদ থেকেও উচ্চতর।

আজকের দিন শেষে জানা যাবে, সুরিয়া শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তার ‘এক দিনের’ প্রধানমন্ত্রীর দায়িত্ব শেষ করবেন, নাকি কোনো রাজনৈতিক চমক রেখে যাবেন। সাধারণত এমন স্বল্প মেয়াদের প্রধানমন্ত্রীর ঘটনা বিরল, তবে থাইল্যান্ড এবার এক ব্যতিক্রম সৃষ্টি করল।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স