ঢাকা | বঙ্গাব্দ

পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানের বড় ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এ তথ্য ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি ও মেহর নিউজ এজেন্সি এবং বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি প্রকাশ করেছে।

গত সপ্তাহে পার্লামেন্টে পাস হওয়া একটি আইনে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান, যার ফলে আইএইএর সঙ্গে ইরান সরকারের সম্পর্ক স্থগিত রাখা বাধ্যতামূলক হবে।

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন এক সময়, যখন ইরান ও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএর মধ্যে নজরদারি ও স্বচ্ছতা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের পর এই টানাপোড়েন আরও তীব্র হয়েছে।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে ১২ দিনের একটি সংঘাতের সূচনা করে। উত্তরে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, আর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন এই সংঘাত যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স