ঢাকা | বঙ্গাব্দ

নোয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ফেনীর মহিপাল এলাকায় তার মৃত্যু হয়। একই দিন দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের নিজ বাড়িতে শিশুটি সাপে কামড়ে মারা যায় বলে পরিবার জানিয়েছে।

মৃত শিশুর নাম মোসাম্মৎ হাবিবা (৮)। সে চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনির হোসেন ফকির বাড়ির মো. হানিফের মেয়ে। হাবিবা চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন।

চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদ আলম জানান, মঙ্গলবার দুপুরে মাদরাসা থেকে ক্লাস শেষে বাড়ি ফেরার পর হাবিবা বসতঘরে মাটি থেকে কলম তুলতে গিয়ে সাপে কামড়ায়। তার পরিবারের পক্ষ থেকে জানা গেছে, এটি ছিল বিষধর সাপের কামড়।

পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সাপের বিষের ভ্যাকসিন না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শিশুটি মারা যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, এ বিষয়ে এখনও পুলিশকে কোনও তথ্য জানানো হয়নি। তবে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য খোঁজখবর নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স