ঢাকা | বঙ্গাব্দ

আরও এক মামলায় গ্রেফতার সালমান এফ রহমান ও সাবেক ২ মন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

অভ্যুত্থানবিরোধী আন্দোলনের অন্যতম নেতা সোহেল রানার ওপর হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। একই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক ও দীপু মনিকেও।

এছাড়া, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় সাবেক সিনিয়র তথ্য সচিব এন এম জিয়াউল আলমসহ আরও চারজনকে গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, গেল জুলাইয়ে সংঘটিত সোহেল রানার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবেই তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীদের অভিযোগ, কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ কিংবা যথাযথ তদন্ত ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে অভিযুক্তদের মামলায় জড়ানো হচ্ছে।

উল্লেখ্য, গেল ৫ আগস্ট মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে অংশ নেন সোহেল রানা। মিছিল চলাকালে এলোপাতাড়ি গুলিবর্ষণে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স