পঞ্চগড়ের বোদা উপজেলায় ওষুধ সরবরাহ কাজে নিয়োজিত একটি ছোট কাভার্ড ভ্যানের ধাক্কায় দিপু চন্দ্র বর্মন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক কামিনী রায় (১৭) আহত হন।
বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি দিঘী এলাকায় ময়দানদিঘি-তেপুকুরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয় এবং চালক আব্দুস সালাম (৪২) কে আটক করে পুলিশে দেয়া হয়েছে।
নিহত দিপু চন্দ্র বর্মন উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া গুঞ্জনপাড়া গ্রামের বাসিন্দা বুধারু বর্মনের ছেলে। তিনি পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফল প্রত্যাশায় ছিলেন।
বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী জানান, বুধবার দুপুরে কামিনী রায় বোদা উপজেলা পরিষদে নিজের জন্ম নিবন্ধন সংশোধনের কাজে যান। একই সময় বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ জানাতে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে যান দিপু। কাজ শেষে দুজনেই মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঝলঝলি দিঘী এলাকায় বিপরীত দিক থেকে আসা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ওষুধ সরবরাহের কাজে নিয়োজিত একটি ছোট কাভার্ড ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন।
গুরুতর আহত অবস্থায় দিপুকে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তবে কামিনী রায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাভার্ড ভ্যান জব্দ করেছে এবং চালককে আটক করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।