ঢাকা | বঙ্গাব্দ

তামিম-জাকেরের অর্ধশতক সত্ত্বেও অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশের হার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2025 ইং
ছবির ক্যাপশন:

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৫ রানে ভেঙে যায় স্বাগতিকদের উদ্বোধনী জুটি। ব্যক্তিগত রান খোলার আগেই সাকিবের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পাথুম নিশাঙ্কা। এরপর তাসকিন আহমেদ ফিরিয়ে দেন নিশান মাদুশকা ও কামিন্দু মেন্ডিসকে।

কুশাল মেন্ডিস ও আসালাঙ্কা এরপর কিছুটা প্রতিরোধ গড়লেও ৪৫ রান করা কুশালকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তানভির ইসলাম। নাজমুল হোসেন শান্তর বলে জানিথ লিয়ানাগে বিদায় নিলে ১৫৩ রানেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর মিলান রাত্নায়েকের উইকেট তুলে নেন তানজিম সাকিব। শেষের দিকে জোড়া আঘাত করেন তাসকিন আহমেদ। শতক পূর্ণ করে ফেরেন লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা। তিনি ১২৩ বল খেলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে বল হাতে তাসকিন আহমেদ নেন ৪টি ও তানজিম সাকিব নেন ৩টি উইকেট। বাকি উইকেটগুলো ভাগাভাগি করেন অন্য বোলাররা।

২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় বাংলাদেশ দলের। পারভেজ ইমন ব্যক্তিগত ১৩ রানে বিদায় নিলেও তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত গড়েন ৭১ রানের জুটি। দলীয় ১০০ রানে শান্ত ফিরে গেলে ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। মাত্র ৫ রানের ব্যবধানে একে একে পড়ে যায় ৭টি গুরুত্বপূর্ণ উইকেট, যা বাংলাদেশের জন্য লজ্জার রেকর্ড হয়ে যায়। এর আগে, ওয়ানডেতে দ্বিতীয় থেকে অষ্টম উইকেটের মধ্যে ন্যূনতম ৮ রান করার রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের।

বাংলাদেশের পক্ষে শেষদিকে একপ্রান্ত আগলে রেখে জাকের আলী করেন ৫১ রান। তবে তার চেষ্টা ছিল শুধুমাত্র পরাজয়ের ব্যবধান কমানোর। শেষ পর্যন্ত ১৬৭ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

শ্রীলঙ্কার পক্ষে দুর্দান্ত বোলিং করেন হাসারাঙ্গা, মাত্র ১০ রানে ৪টি উইকেট শিকার করেন তিনি। ৫ ওভারে ১৯ রানে ৩টি উইকেট নেন কামিন্দু মেন্ডিস। এছাড়া আসিথা ফার্নান্দো ও মাহিশ থিকসানা একটি করে উইকেট নেন।

আগামী শনিবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স