মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলে একের পর এক রকেট হামলা চালানো হচ্ছে। বিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে এবার বৃষ্টির মতো এসব রকেট ছোড়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
তবে ইসরায়েলি বিমান বাহিনী ইতোমধ্যেই দুটি রকেট প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার (২ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে সক্রিয় সতর্কতা অনুসারে বিমান বাহিনী উত্তর গাজা উপত্যকা থেকে আসা দুটি রকেট সফলভাবে প্রতিহত করেছে।
হামলায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজা সীমান্ত সংলগ্ন সেডেরোট ও ইবিমে সাইরেন বাজানো হয়। এ ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এর আগে মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে নতুন করে হামলা চালায়। এই হামলার পূর্বে দেশজুড়ে সতর্কতা জারি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। 이에 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং হুমকি প্রতিহত করার জন্য কাজ চলছে।