ঢাকা | বঙ্গাব্দ

সাড়ে ৭ টাকার ইনজেকশন ৩৫০ টাকায় বিক্রি, ফার্মেসিকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2025 ইং
ছবির ক্যাপশন:

ব্রাহ্মণবাড়িয়ায় মাত্র সাড়ে সাত টাকার একটি ইনজেকশন প্রায় ৫০ গুণ বেশি দামে বিক্রির অভিযোগে জান্নাত ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বিকেলে কুমারশীল মোড় এলাকার ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এস এম শাহীন অভিযানে সহযোগিতা করেন। এছাড়া ০৫ আনসার ব্যাটলিয়নের একটি দল নিরাপত্তা নিশ্চিত করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুই দিন আগে মধ্যরাতে মুফতি কামরুল হাসান নামে একজন ভোক্তা জান্নাত ফার্মেসিতে একটি ইনজেকশন কেনার জন্য যান। তখন আশেপাশের অন্যান্য ফার্মেসি বন্ধ থাকার কারণে ফার্মেসির মালিক সাড়ে সাত টাকার ওই ইনজেকশনটির দাম সাড়ে তিনশত টাকা দাবি করেন। ক্রেতা ক্রয় রশিদ চাইলেও দোকানদার তা দিতে অস্বীকার করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ পায়, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।

এরপর বুধবার দুপুরে অভিযান পরিচালনা করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ছাড়াও অন্য ক্রেতারা কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দাম রাখা নিয়ে অভিযোগ করেন।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ফার্মেসিটি ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের সতর্ক করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স