ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পর্যালোচনা করবে হামাস

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2025 ইং
ছবির ক্যাপশন:

গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি বিষয়ে হামাস গভীরভাবে পর্যালোচনা করছে।

বুধবার (২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। যদিও হামাস স্পষ্ট কোনো মন্তব্য করেনি, তারা ইঙ্গিত দিয়েছে যে শুধুমাত্র স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব গ্রহণযোগ্য হবে।

এর আগে ইসরায়েলও গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য প্রয়োজনীয় শর্ত মেনে নেওয়ার প্রস্তুতি জানিয়েছে। এই তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন।

উল্লেখ্য, এ সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যাবেন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার ও মিশর।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স