রাজধানীর শাহবাগ এলাকায় শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি স্থানে মানিক মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (২ জুলাই) বেলা তিনটার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায়।
তিনি জানান, মানিক মিয়া শাহবাগ থানায় অভিযোগ করেছেন। এ ঘটনায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, তাই পুলিশ ম্যানুয়ালি তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে তারা কাজ শুরু করেছে।
এসআই মনোজ প্রভাকর রায় আরও জানান, ধারণা করা হচ্ছে, মানিক মিয়াকে মতিঝিল এলাকা থেকে ফলো করে আনা হয়। তিনি ডলার ভেঙে হাতে নগদ টাকা নিয়ে যাচ্ছিলেন এবং এ সময়ই ছিনতাই হয়। যদিও অভিযোগ দায়ের করা হয়েছে, এখনও মামলা হয়নি।
ভুক্তভোগীর শ্যালক শাহ আলম বলেন, আমার দুলাভাই ঠিকাদারি কাজের পাশাপাশি ডলার কেনাবেচা করে। আজ দুপুরে মতিঝিল থেকে ফেরার সময় শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি ৩-৪ জন রিকশাচালক রাস্তায় তাকে আটকে অস্ত্রের মুখে থাকা আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। তারা দ্রুত সেখান থেকে চলে যেতে না বলে জীবননাশের হুমকি দিয়েছিল। এই ঘটনায় দুলাভাই শাহবাগ থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন।