ঢাকা | বঙ্গাব্দ

ভোটের আগে টেলিকম নেটওয়ার্ক পলিসি প্রণয়ন করা সমীচীন হবে না: মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2025 ইং
ছবির ক্যাপশন:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক নীতিমালায় নানা ধরনের গুরুতর অসংগতি রয়েছে। তিনি মনে করেন, জাতীয় নির্বাচনের আগে একপক্ষীয়ভাবে এমন গুরুত্বপূর্ণ নীতিমালা তৈরি করা উচিত নয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, খসড়া নীতিমালায় যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো দেশের টেলিকম খাতের সমতা ও টেকসই উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। এতে বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণের ঝুঁকি বাড়বে এবং ক্ষুদ্র উদ্যোক্তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে পারেন।

তিনি আরও বলেন, এই নীতিমালায় বিদেশি বিনিয়োগকারীদের মালিকানা সীমা নিয়ে পরিষ্কার কোনো নির্দেশনা নেই। যার ফলে বিনিয়োগ নিরুৎসাহিত হতে পারে এবং পুরো টেলিকম খাতের স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, খসড়া নীতিমালার মাধ্যমে বড় মোবাইল অপারেটর ও বিদেশি বিনিয়োগকারীরা সুবিধা পেলেও দেশের সাধারণ মানুষ এতে কোনো সুফল পাবে না। বরং এটি আরও বৈষম্য ও সংকট তৈরি করবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স