রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী ১৪ জুলাই এ বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে গ্রেফতার চার আসামি—কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন, নাসিরুল ও বরখাস্ত পুলিশ পরিদর্শক আরশাদকে আদালতে হাজির করা হয়। পরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়।
আজকের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। এর আগে, ২৯ জুন মামলার প্রথম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ অভিযোগ করে যে, ২০২৪ সালের ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিতে আসা ছাত্র-জনতার ওপর পুলিশের সদস্যরা চানখারপুল এলাকায় এলোপাতাড়ি গুলি চালায়। এতে নবম শ্রেণির শিক্ষার্থী আনাসসহ ছয়জন নিহত হন।
এই ঘটনায় তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীসহ আটজন পুলিশ সদস্যকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করা হয়েছে। এর মধ্যে চারজন গ্রেফতার অবস্থায় আছেন, বাকিরা এখনও পলাতক।
Abdur Rabby
