রাজধানীর মোহাম্মদপুরের কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ ‘কব্জিকাটা গ্রুপ’-এর অন্যতম প্রধান সহযোগী মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে আবারও গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২ এর অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার।
তিনি জানান, জামিনে মুক্তি পেয়ে টুন্ডা বাবু পুনরায় সন্ত্রাস, মাদক ব্যবসা ও কিশোর গ্যাং পরিচালনার মতো অপরাধে জড়িয়ে পড়ে। তাকে নড়াইল জেলা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, এর আগে কব্জিকাটা গ্রুপের প্রধান আনোয়ার ও তার সহযোগী টুন্ডা বাবুকে গ্রেফতারের পর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটাই কমে যায়। তবে জামিনে বেরিয়ে টুন্ডা বাবু আবারও পুরনো অপরাধের পথে ফিরে যায়।
উল্লেখ্য, গত ২৯ জুন রাজধানীর আদাবর থানার এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মাদক ব্যবসায়ী রাজুকে কুপিয়ে হত্যার চেষ্টা করে টুন্ডা বাবু ও তার সহযোগীরা। ওই ঘটনায় দায়ের করা মামলায় তাকে আবারও গ্রেফতার করা হয়েছে। জানা যায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে।