ঢাকা | বঙ্গাব্দ

গাজায় নিহত আরও ১১১ ফিলিস্তিনি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2025 ইং
ছবির ক্যাপশন:

গাজায় যুদ্ধবিরতি আলোচনার মাঝেও ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। এক ভয়াবহ হামলায় মাত্র একদিনে আরও ১১১ জন ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

নিহতদের মধ্যে ২৪ জন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমাণ ছিলেন। গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক মারওয়ান আল সুলতানের বাসভবন লক্ষ্য করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিমান হামলা চালিয়েছে।

এই হামলায় নিহত হয়েছেন গাজার সবচেয়ে বড় ওই হাসপাতালের পরিচালক মারওয়ান আল সুলতান, তার স্ত্রী এবং এক মেয়ে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। তবে ইসরায়েল তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে।

উত্তর ও দক্ষিণ গাজাতেও শরনার্থী শিবির এবং ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কথিত নিরাপদ এলাকা বলেও পরিচিত এসব স্থানে আইডিএফের হামলায় শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স