যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে নতুন একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে ট্রাম্প ঘোষিত পাল্টাপাল্টি শুল্ক নীতির আওতায় যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ৪৬ শতাংশ শুল্ক ধার্য করেছিল, যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে দুই দেশের আলোচনার মাধ্যমে শুল্কের হার কমিয়ে আনা হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ভিয়েতনাম নতুন কোনো পাল্টা শুল্ক আরোপ করবে না।
অপরদিকে, ট্র্যান্সশিপিংয়ের ক্ষেত্রে ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যার অর্থ অন্য কোনো দেশ যদি ভিয়েতনামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করতে চায়, তবে ওই শুল্ক গুণতে হবে।
বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তি ট্রাম্প প্রশাসনের তৃতীয় গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি। ট্রাম্প দাবি করেছেন, ভিয়েতনামের এই সিদ্ধান্তের ফলে প্রথমবারের মতো দেশটির বাণিজ্য বাজারে যুক্তরাষ্ট্র পূর্ণ প্রবেশাধিকার পাচ্ছে।
উল্লেখ্য, ভিয়েতনাম বর্তমানে নাইকি, অ্যাপল, গ্যাপ, লুলুলেমনসহ বড় বড় কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। ট্রাম্পের শুল্ক নীতির কারণে অনেক প্রতিষ্ঠান তাদের কারখানা চীন থেকে সরিয়ে ভিয়েতনামে স্থানান্তরিত করেছে। চুক্তির খবরে ভিয়েতনামে পণ্য তৈরি করে এমন কোম্পানির শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। তবে শুল্ক ২০ শতাংশ থাকবে—এই খবরের পর আবার শেয়ারের দর কমেছে।