ঢাকা | বঙ্গাব্দ

উত্তর গাজায় সামরিক অভিযানের সময় এক ইসরায়েলি সেনা নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2025 ইং
ছবির ক্যাপশন:

উত্তর গাজায় সামরিক অভিযানের সময় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। নিহত সেনার নাম ইয়ানিভ মিখালোভিচ, বয়স ১৯ বছর। তিনি আইডিএফের একটি ট্যাংক ইউনিটে দায়িত্ব পালন করতেন।

বুধবার (২ জুলাই) ‘টাইমস অব ইসরায়েল’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, একই হামলায় ওই ট্যাংকের কমান্ডারসহ আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন। এছাড়া অন্য একটি সংঘর্ষে কমান্ডো ব্রিগেডের এক সেনাও গুরুতর আহত হয়েছেন।

এর আগে, গত ২৪ জুন খান ইউনিসে হামাসের হামলায় সাত আইডিএফ সেনা নিহত হন। এই ঘটনার পর আইডিএফ ও গোয়েন্দা সংস্থা শিন বেত দাবি করেছে, ঘটনার সঙ্গে জড়িত দুই হামাস সদস্যকে তারা গত সপ্তাহে খান ইউনিসে এক ড্রোন হামলায় হত্যা করেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স