যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আবারও একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় রাজ্যের দক্ষিণাঞ্চলে একটি ছোট স্কাইডাইভিং বিমান এয়ারপোর্টের কাছে একটি বনভূমিতে বিধ্বস্ত হয়। বিমানে থাকা সকল আরোহী আহত হন।
দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনাস্থলে দ্রুত ফায়ার ট্রাক ও জরুরি সেবাদানকারী যানবাহন পাঠানো হয়।
স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।