ঢাকা | বঙ্গাব্দ

পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2025 ইং
ছবির ক্যাপশন:

বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন দখলকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে। এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে ক্ষমতাসীন লিকুদ পার্টির পক্ষ থেকে পার্লামেন্টে জমা দেওয়া হয়েছে, যা ১৫ জন এমপির স্বাক্ষরযুক্ত। যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ায় তেলআবিব এই পদক্ষেপ নেওয়ার জন্য এখনই সময় উপযুক্ত বলে মনে করছে।

গাজায় বর্বরোচিত হামলার পাশাপাশি গত দেড় বছর ধরে পশ্চিম তীরেও ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে উত্তেজনা ও গ্রেফতার অভিযান আরও তীব্র হয়েছে। এই পরিস্থিতির মধ্যে তেলআবিব পশ্চিম তীর নিয়ে নতুন একটি পরিকল্পনা নিয়েছে।

নেতানিয়াহু পশ্চিম তীরকে ইসরায়েলের সার্বভৌম ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে চান। চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো হুমকি থাকাটা অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে পশ্চিম তীরকে যুক্ত করার জন্য এখনই সঠিক সময় বলে উল্লেখ করা হয়েছে। চিঠিতে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজসহ ১৫ জন লিকুদ এমপি স্বাক্ষর করেছেন এবং আগামী ২৭ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোরিচ বলেন, এটি ইসরায়েলের শত্রুদের জন্য শক্ত প্রতিক্রিয়া। তিনি লিকুদ এমপিদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী সংকেত দিলে তিনি সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন।

বিশ্লেষকরা বলছেন, পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার মানে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নকে সম্পূর্ণরূপে শেষ করা। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সেখানে থাকা ইসরায়েলি বসতিগুলো বৈধতা পাবে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও পশ্চিম তীরকে দখলকৃত ফিলিস্তিনি ভূমি হিসেবেই বিবেচনা করে।

ইসরায়েলের এই পরিকল্পনার কঠোর নিন্দা জানিয়ে সৌদি আরব, মিসরসহ কয়েকটি আরব দেশ জানিয়েছে, ফিলিস্তিনি ভূমিকে জোরপূর্বক সংযুক্ত করা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

উল্লেখ্য, ১৯৬৭ সালের ছয়দিনব্যাপী আরব-ইসরায়েল যুদ্ধে জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। তবে তখনও এটি কখনো আনুষ্ঠানিকভাবে নিজেদের সার্বভৌম ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স