ঢাকা | বঙ্গাব্দ

মুরাদনগরে ধর্ষণের অভিযোগ: পর্নোগ্রাফি মামলায় ৩ দিনের রিমান্ডে ৪ আসামি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে পর্নোগ্রাফি ও নির্যাতন মামলায় গ্রেফতার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে রয়েছেন সুমন, রমজান, আরিফ ও অনিক।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুল হক এই আদেশ দেন।

এর আগে, গত সোমবার পুলিশ চার আসামির জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ জুন রাতে মুরাদনগরে এক নারীর ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই সময় কয়েকজন ব্যক্তি ওই নারীর সঙ্গে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত ফজর আলীর ওপর নির্যাতন চালায় এবং তাদের নির্যাতনের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়।

পুলিশ ওই ঘটনায় চার আসামিকে গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও নির্যাতন মামলা দায়ের করা হয়।

অন্যদিকে, গত ২৯ জুন ধর্ষণের মূল আসামি ফজর আলীকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স