ঢাকা | বঙ্গাব্দ

দুদকের রাডারে এনবিআরের আরও ৫ কর্মকর্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2025 ইং
ছবির ক্যাপশন:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন করে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ তদন্ত শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

অভিযুক্তরা হলেন—ঢাকা পূর্বের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, বেনাপোল স্থলবন্দরের কমিশনার মো. কামরুজ্জামান, রাজশাহীর সার্কেল-৭-এর উপকর কমিশনার মো. মামুন মিয়া, আয়কর গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা এবং ঢাকা কর অঞ্চল-২-এর কর পরিদর্শক লোকমান আহমেদ।

সূত্র জানিয়েছে, এনবিআরের কিছু অসাধু কর্মকর্তা কর ও শুল্ক আদায়ে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। তারা মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকির সুযোগ করে দিচ্ছেন। এতে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

অভিযোগ রয়েছে, কিছু কর্মকর্তার ইচ্ছামতো কর নির্ধারণ করা হচ্ছে। অনেক সময় ঘুষ না পেলে কর ফাঁকির মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। আবার অনেক করদাতা অগ্রিম বা অতিরিক্ত কর প্রদান করলেও তা ফেরত পেতে গেলে তাদের ঘুষ বা উপহার দিতে বাধ্য করা হচ্ছে।

এছাড়া, বিভিন্ন স্টেশনে চাকরিকালীন সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও আয়কর ফাঁকির সুযোগ করে দিয়ে নিজেরা বিপুল সম্পদের মালিক হয়েছেন অভিযুক্ত কর্মকর্তারা। এসব অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স