বেসরকারি হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বেসরকারি হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র্যাট) ৫০০ টাকায় এবং আরটিপিসিআর টেস্ট ২ হাজার টাকায় করা যাবে। এর আগে আরটিপিসিআর পরীক্ষার জন্য ৩ হাজার টাকা ফি নির্ধারিত ছিল।
বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১ জুলাই কোভিড-১৯ রোগ শনাক্তকরণ ও ল্যাব ব্যবস্থাপনাবিষয়ক কমিটির বৈঠকে বেসরকারি হাসপাতালে পরীক্ষার ফি পুনঃনির্ধারণ করা হয়। কেউ নির্ধারিত মূল্যের বেশি ফি নিতে পারবে না। অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২১৮টি নমুনা পরীক্ষায় নতুন করে ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৬৭ শতাংশ। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি।
চলতি বছরে এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে এবং মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৭ জনে।