ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পের আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ পাস

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2025 ইং
ছবির ক্যাপশন:

টানা ২৯ ঘণ্টার দীর্ঘ বিতর্কের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে僅মাত্র চার ভোটের ব্যবধানে পাস হয়েছে আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) বিলটি ২১৮-২১৪ ভোটে কংগ্রেসের নিম্নকক্ষে পাস হয়। এই বিলের মূল লক্ষ্য কর হ্রাস এবং সরকারি ব্যয় সংকোচন।

ভোটাভুটিতে প্রতিনিধি পরিষদের সকল ২১২ জন ডেমোক্র্যাট সদস্য বিলটির বিপক্ষে ভোট দেন। তাদের সঙ্গে বিরোধিতা করেন রিপাবলিকান পার্টির আরও দুই সদস্য।

বিলটি পাস হওয়ার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ দল রিপাবলিকানের মধ্যেও ব্যাপক মতবিরোধ ছিল। তবে শেষ পর্যন্ত বিলটি পাস হওয়ায় ট্রাম্প রিপাবলিকান নেতাদের ধন্যবাদ জানান। এখন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।

জানা গেছে, আজ শুক্রবার (৪ জুলাই) স্থানীয় সময় বিকেল ৫টায় হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করবেন।

বিশ্লেষকরা বলছেন, বিলটি আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্রের দরিদ্র, নিম্ন আয়ের এবং শ্রমজীবী মানুষের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।

এর আগে, গত মঙ্গলবার (১ জুলাই) যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ অল্প ভোটের ব্যবধানে পাস হয়। সিনেটে বিলটি ৫১-৫০ ভোটে অনুমোদিত হয়।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স