রাজধানীর কলাবাগানে এইচএসসি পরীক্ষার্থী রিনা ত্রিপুরাকে ছুরিকাঘাত ও ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন এক ছিনতাইকারীকে চাপাতিসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) দুপুরে কলাবাগান থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে ধানমন্ডির মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন এইচএসসি পরীক্ষার্থী রিনা ত্রিপুরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রিনা বান্দরবানের থানচি উপজেলার বিদ্যামনি পাড়ার অন্দ্রমনি ত্রিপুরার মেয়ে। পরিবারের সদস্যরা জানান, রিনা মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীনিবাসে থেকে পড়াশোনা করেন। বুধবার (২ জুলাই) রাতে তিনি খাগড়াছড়ি থেকে ঢাকায় আসেন।
ভোরে ছাত্রীনিবাসের সামনে পৌঁছালে দুই ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। এরপর তারা রিনাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে মূল্যবান জিনিসপত্র ও কাগজপত্র ছিল। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে চাপাতিসহ গ্রেফতার করে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।