বিগত সরকার আমলে যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন, তাদের চাকরি থেকে বরখাস্তের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। শুক্রবার (৪ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি এ দাবি জানান।
তিনি বলেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনও ছিল বিতর্কিত। ওই নির্বাচন আয়োজনের জন্যই ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র করা হয়েছিল। তিনি অভিযোগ করে বলেন, বিতর্কিত নির্বাচন আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছিল, যা ছিল বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার পূর্বপরিকল্পিত নীল নকশা।
আসাদুজ্জামান রিপন আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে এবং গণতন্ত্র ধ্বংস করেছে। তাদের আর রাজনীতির ময়দানে থাকার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আওয়ামী লীগের অবস্থা এখন মুসলিম লীগের মতোই।