ঢাকা | বঙ্গাব্দ

বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্তে উদ্যোগ না নেয়ায় বৈছাআ সভাপতির ক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2025 ইং
ছবির ক্যাপশন:

জুলাই-আগস্টের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা বর্তমান সরকার এখনও পর্যন্ত বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্তে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সভাপতি রিফাত রশিদ।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বিষয়টিকে অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন।

রিফাত রশিদ বলেন, এতদিনে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্তে ব্যবস্থা নেওয়া। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে এক সময় গণকবর তৈরি করেছিল, আজ ফ্যাসিস্ট হাসিনা সরকারও একই পথ অনুসরণ করছে।

তিনি অভিযোগ করে বলেন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে আইনশৃঙ্খলা বাহিনী আবারও আগের মতো ফ্যাসিস্ট আচরণ শুরু করেছে। তিনি আরও বলেন, রোহিঙ্গা শহীদ নূর মোস্তফা স্বীকৃতি পেলেও এখনও বিহারি শহীদ মো. রনি কোনো স্বীকৃতি পাননি।

গণহত্যাকারীদের বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে রিফাত রশিদ বলেন, বিচারপ্রক্রিয়ার এই গতি দেখে কচ্ছপও লজ্জা পাবে। তিনি দাবি করেন, উপদেষ্টারা ক্ষমতার মোহে গণঅভ্যুত্থানের চেতনা থেকে সরে গেছেন।

এসময় বৈছাআর সাধারণ সম্পাদক ইনামুল হাসান জানান, আগামী তিন দিন সারাদেশে সকল শহীদদের কবর জিয়ারত, তাদের স্বজনদের সাথে সাক্ষাৎ এবং আহতদের খোঁজখবর নেওয়ার কর্মসূচি চলবে। এরপর প্রাপ্ত তথ্য ও প্রতিবেদন সরকারের কাছে তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শাসনের অনেক ভ্যানগার্ড এখনও বহাল তবিয়তে রয়েছে। এক বছর পার হয়ে গেলেও বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্তে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। ময়নাতদন্ত বা ডিএনএ পরীক্ষা করে মরদেহগুলো স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়নি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স