মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার মানুষ যেন নিরাপদ থাকে, সেটিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, গাজার জনগণ ইতোমধ্যে নরকের ভেতর দিয়ে গেছে।
শুক্রবার (৪ জুলাই) তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা উঠে আসে।
সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি এখনও কি চান যে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিক? এর জবাবে ট্রাম্প বলেন, তার মূল লক্ষ্য গাজার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রথমবারের মতো গাজা নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তাব দেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। চলতি সপ্তাহের শুরুতেও তিনি জানান, তিনি আশা করেন আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হবে। এছাড়া তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করবেন, যেখানে গাজা ও ইরান ইস্যুতে আলোচনা হবে।
এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ইসরায়েল আবারও গাজা উপত্যকায় হামলা চালায়। এতে শতাধিক ফিলিস্তিনি নিহত হন। খাদ্যের আশায় ত্রাণকেন্দ্রে জড়ো হওয়া মানুষের ওপরও গুলি চালানো হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের এই আগ্রাসনে এখন পর্যন্ত ৫৭ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।