ঢাকা | বঙ্গাব্দ

নতুন জাতীয় প্রতীক উন্মোচন করল সিরিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2025 ইং
ছবির ক্যাপশন:

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় উন্মোচিত হয়েছে নতুন জাতীয় প্রতীক। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতনের পর এই পরিবর্তন আনা হয়েছে। নতুন প্রতীকে তুলে ধরা হয়েছে দেশের ইসলামী ঐতিহ্য, বীরত্বগাঁথা এবং বর্তমান সময়ের ‘মুক্ত ও স্বাধীন’ সিরিয়ার পরিচয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) সিরিয়ার নতুন জাতীয় প্রতীক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এ উপলক্ষে রাজধানী দামেস্কে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের, যেখানে হাজার হাজার মানুষ অংশ নেন।

নতুন প্রতীকে গুরুত্ব পেয়েছে ইসলামের ইতিহাসে বিজয় ও শক্তির প্রতীক সোনালি ঈগল। মুসলিম ইতিহাসে এই ঈগল সাহস ও বিজয়ের প্রতীক হিসেবে পরিচিত। খালিদ ইবনে ওয়ালিদ তার দিগ্বিজয়ের সময় এই ঈগলকে প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, “নতুন জাতীয় প্রতীক আমাদের জানান দেয়, সিরিয়া কোনো বিভক্তি মানে না। দেশের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ—সব অঞ্চল একতাবদ্ধ। আমাদের সাংস্কৃতিক ও জাতিগত বৈচিত্র্য আমাদের দুর্বলতা নয়, বরং শক্তির উৎস।”

সাধারণ মানুষও নতুন জাতীয় প্রতীককে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। একজন অংশগ্রহণকারী বলেন, “আগের প্রতীকটি ছিল আসাদ পরিবারের দমন-পীড়নের স্মারক। কিন্তু নতুন প্রতীক আমাদের জন্য গর্ব, সম্মান ও বিজয়ের বার্তা বয়ে এনেছে।”

নতুন প্রতীকে ঈগলের মাথার ওপর স্থাপন করা হয়েছে তিনটি তারা, যা সিরিয়ার জনগণের মুক্তি ও স্বাধীনতার প্রতীক। ঈগলের দুই ডানায় রয়েছে ১৪টি পালক, যা দেশের ১৪টি প্রদেশকে নির্দেশ করে। লেজের পাঁচটি পালক দ্বারা বোঝানো হয়েছে সিরিয়ার পাঁচটি প্রধান অঞ্চল—উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ এবং কেন্দ্রীয় অঞ্চল।

সিরিয়ার প্রশাসন জানিয়েছে, নতুন জাতীয় প্রতীকের নকশার সঙ্গে মিল রেখে দেশের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ অন্যান্য নথিপত্রেও পরিবর্তন আনা হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স