তিব্বত ইস্যুতে ভারতকে হস্তক্ষেপ না করার কঠোর সতর্কবার্তা দিয়েছে চীন। শুক্রবার (৪ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন।
মাও নিং বলেন, ভারতের রাজধানী নয়াদিল্লি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, যা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি আরও বলেন, তিব্বতের তথাকথিত নির্বাসিত সরকার একটি বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক সংগঠন, যারা তিব্বত ইস্যুতে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানোর কাজে লিপ্ত। তাদের কোনো ধরনের বিশ্বাসযোগ্যতা নেই।
মাও নিং জানান, তিব্বত চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এতে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। তিনি আশা প্রকাশ করেন, নয়াদিল্লি এই বিষয়ে সতর্ক ও বিচক্ষণ ভূমিকা নেবে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করবে, যাতে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের অবনতি না ঘটে।