জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম বলেছেন, আটোয়ারীতে তার নাম ব্যবহার করে কেউ যদি কাজের জন্য এক টাকাও চাঁদা দাবি করে, তাহলে তাকে তার লোক বলা যাবে না। তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কেউ যদি কাউকে কাজের জন্য টাকা চাইলে তা দিতে হবে না।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী বাজারে এনসিপির নতুন অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, যেসব কাজ যৌক্তিক এবং মানুষের কল্যাণে করা উচিত, সেগুলো তিনি অব্যাহত রাখবেন। কিন্তু যেসব কাজ অবৈধ এবং সম্ভব নয়, সেগুলো অনুরোধ করলেও করবেন না।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে কিছু রাজনৈতিক দল এখনও অপকর্মে লিপ্ত রয়েছে। আটোয়ারীর হাটবাজারে ট্রাক পারাপারে চাঁদা দাবি করা হয়। ইউনিয়ন ও উপজেলা পরিষদ থেকে সুবিধা পেতে হলে টাকা দিতে হয়। যারা এই ধরনের দুর্নীতিতে জড়িত, তারা বিভিন্ন দলের পদাধিকারী হলেও তারা দেশের উন্নতিতে বাধা সৃষ্টি করছে।
অন্যদিকে, এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, কোনো দলের মধ্যে কিছু লোক লুটপাট করে বিত্তবান ও অত্যাচারী হয়ে গিয়েছিলেন, যারা এখন দেশ ছেড়ে পালিয়েছেন। তারা নেতাকর্মীদের বিপদে ফেলে চলে যাওয়া কখনও কোনো দলের নেতা হতে পারে না।