আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে অন্তত ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
শুক্রবার (৪ জুলাই) পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখার এক বিবৃতিতে জানানো হয়, গত তিন দিন ধরে সীমান্ত এলাকায় ভারতীয় সমর্থিত একটি বড় সন্ত্রাসী দলের গতিবিধি নজরদারিতে ছিল। ওই দলটি আফগান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, মাত্র কয়েকদিন আগে একই অঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১৬ সেনা সদস্য নিহত হয়েছিল।
পাকিস্তান সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, নিহত সন্ত্রাসীরা ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ (টিটিপি) এবং এর সহযোগী সংগঠনের সদস্য ছিল। গত সপ্তাহেও টিটিপি খাইবার-পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘‘আমরা আমাদের দেশ থেকে সন্ত্রাসবাদের শেকড় সম্পূর্ণরূপে নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ।’’
পাকিস্তানের সেনাবাহিনী ও সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এসব সন্ত্রাসীদের পেছনে ভারতের সমর্থন রয়েছে। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।