ঢাকা | বঙ্গাব্দ

কারিগরি শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2025 ইং
ছবির ক্যাপশন:

এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতির মাধ্যমে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে আগামী ১০ জুলাইয়ের মধ্যে টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (টিইএমআইএস) সফটওয়্যারে প্রয়োজনীয় এমপিও শিট জমা দিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ জুলাই) কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়, যা দেশের সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইএফটি পদ্ধতিতে প্রদানের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে টিইএমআইএস সফটওয়্যারে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে।

যেসব প্রতিষ্ঠান এখনো ইএফটি তালিকাভুক্ত হয়নি, তারা আগের নিয়মে বেতন-ভাতা পাবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আগামী জুলাই মাস থেকেই শতভাগ এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে ইএফটি পদ্ধতির আওতায় আনার পরিকল্পনার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বেতন-ভাতা সংক্রান্ত কোনো সমস্যা বা জটিলতা দেখা দিলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা বা ইএফটি সেলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স