ঢাকা | বঙ্গাব্দ

জুলাই ঘোষণাপত্র অবশ্যই নয়া সংবিধানে যুক্ত করতে হবে: নাহিদ ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই নতুন সংবিধানের অংশ করতে হবে।’

শুক্রবার (৪ জুলাই) রাত ৮টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম লেখেন, ‘জুলাই ঘোষণাপত্র শুধু সংবিধানে অন্তর্ভুক্ত করলেই হবে না, একাত্তরের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাই হতে হবে নতুন সংবিধানের আদর্শিক ভিত্তি।’

তিনি আরও বলেন, ‘প্রথম ধাপে জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক ঐকমত্যের দলিল হিসেবে প্রস্তুত করতে হবে। এরপর এটিকে সাংবিধানিক ও আইনি স্বীকৃতি দিতে হবে।’

নাহিদ ইসলামের ভাষ্য, ‘জুলাই ঘোষণাপত্রে জুলাই মাসের ছাত্র-গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, সেই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা, শহীদ ও আহতদের মর্যাদা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকতে হবে।’


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স