ঢাকা | বঙ্গাব্দ

৩৬ জুলাই শহীদ হওয়ার কাছাকাছি ছিলাম, সুযোগ এলে পিছপা হবো না: আসিফ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ‘গত বছরের জুলাই মাসেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এ দেশের জনগণ তার কী পরিণতি ঘটিয়েছে, তা সবাই জানে।’

শুক্রবার (৫ জুলাই) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

তিনি লিখেন, ‘জুলাই মাসে শহীদ হতে না পারার আক্ষেপ আমার রয়ে গেছে। ৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। ভবিষ্যতে শাহাদাতের সুযোগ এলে, আমি পেছপা হবো না।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘জুলাই এই দেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে। আমি বা আমরা না থাকলেও কোনো ক্ষতি নেই, কারণ আমাদের লক্ষ্য ও স্বপ্ন আমাদের ব্যক্তিগত জীবনের সীমানায় আটকে নেই। বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিপ্লবীদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

তিনি শেষের দিকে আরও যোগ করেন, ‘“একটারে মারলে একটা যায়, বাকিগুলো যায় না স্যার।” এটা কি ভুলে গেছেন?’


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স