যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। এছাড়াও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৩ জন শিশু। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (৪ জুলাই) টেক্সাসের দক্ষিণ-মধ্যাঞ্চলের গুয়াদালুপে নদীর তীরবর্তী এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। সেখানে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিতে গিয়ে নিখোঁজ হয় শিশুরা।
বন্যার পরপরই উদ্ধার অভিযান শুরু করে জরুরি বিভাগ। নৌকা ও হেলিকপ্টার নিয়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, কের কাউন্টির কিছু অংশে আকস্মিক বন্যার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
টেক্সাসের হিল কান্ট্রি এলাকার এই স্থান সান আন্তোনিও শহর থেকে প্রায় ৬৫ মাইল (১০৫ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থিত। প্রবল বজ্রঝড়ের সঙ্গে টানা ভারী বৃষ্টিতে ওই এলাকায় এক ফুট পর্যন্ত বৃষ্টি হয়।
বন্যার পানিতে তলিয়ে গেছে বহু বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৩০ হাজার মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে এখনও ছুটে বেড়াচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
কের কাউন্টির শেরিফ ল্যারি লাইথা জানিয়েছেন, এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, উদ্ধার অভিযান শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।