ঢাকা | বঙ্গাব্দ

আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন:

কোয়ার্টার ফাইনালে সৌদি ক্লাব আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে পদার্পণ করেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। শ্বাসরুদ্ধকর এই ম্যাচটি তারা ২-১ গোলে জিতেছে।

ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে শুরু থেকেই দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচের ৪০তম মিনিটে ফ্লুমিনেন্স ডেডলক ভাঙে, বক্সের ভিতর থেকে বাঁ পায়ের শক্তিশালী শটে মার্তিনেলি গোল করেন। বিরতির আগে আল হিলাল ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্রাজিলিয়ান ক্লাবটির গোলরক্ষক ফ্যাবিও বাধা দেন।

দ্বিতীয়ার্ধে আল হিলাল সমতা ফেরায়। ৫১ মিনিটে বক্সের জটলার মধ্যে থেকে বল পেয়ে মার্কোস লিওনার্দো স্কোর ১-১ করেন। এরপর ৭০ মিনিটে হারকিউলিসের দারুণ ফিনিশিংয়ে ফ্লুমিনেন্স ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে।

ম্যাচ শুরুর আগে পর্তুগিজ ও লিভারপুল তারকা দিয়েগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভার মৃত্যু স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দলের অধিনায়ক থিয়াগো সিলভা বলেন, ‘দলের প্রতি আমি অত্যন্ত খুশি এবং গর্বিত। এই প্রতিযোগিতায় খেলা সহজ নয়। সেমিফাইনালে পৌঁছানোর কথা ভাবতেও পারিনি, তবে দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’

সিলভা আরও বলেন, ‘সেমিফাইনালে চেলসির মুখোমুখি হব যদি তারা পালমেইরাসকে হারাতে পারে। চেলসির জন্য অপেক্ষা করবো, তবে পালমেইরাসও একটি বড় দল।’


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স