ঢাকা | বঙ্গাব্দ

গাজায় এক দিনে ১৩৮ প্রাণহানি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন:

দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে ১৩৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৬২৫ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ইসরায়েলি অভিযানে গাজায় মোট ১৩৮ জনের মৃত্যু হয়েছে এবং ৬২৫ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২১ মাসে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ২৬৮ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জনে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন এবং তাদের উদ্ধার সম্ভব হয়নি।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজার উপর আইডিএফের অভিযান শুরু হয়। ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে আকস্মিক হামলা চালিয়ে প্রায় ১২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি নিয়েছিল। এর জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরু করে।

১৫ মাসের বেশি সময় ধরে চলা ওই অভিযান শেষে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপের ফলে ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে দুই মাসও না গড়িয়ে ১৮ মার্চ থেকে ফের অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার অভিযানে গাজায় গত আড়াই মাসে ৬ হাজার ৭১০ জন নিহত এবং প্রায় ২৩ হাজার ৫৮৪ জন আহত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছেন। হামাসের হাত থেকে ২৫১ জন জিম্মির মধ্যে কমপক্ষে ৩৫ জন এখনও জীবিত বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ তাদের উদ্ধার করতে সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স