ঢাকা | বঙ্গাব্দ

৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর প্রায় ছয় ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটের দিকে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল শুরু হয়।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেন। দুর্ঘটনাটি শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের কাছে ঘটে, যার কারণে খুলনা ও দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে রিফিল উদ্ধার ট্রেন দ্রুত এসে উদ্ধার কাজ শেষ করে।

দীর্ঘ ছয় ঘণ্টার বাধার পর ট্রেন চলাচল শুরু হলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে অপেক্ষমান যাত্রীদের মধ্যে স্বস্তি বিরাজ করে। লাইনচ্যুত হওয়ার কারণে যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। এ কারণে খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অনেক যাত্রী বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ ঢাকা পোস্টকে বলেন, "রাত ১১টা ১৫ মিনিটের পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কোনো ট্রেনের সময়সূচি বাতিল হয়নি, তবে কিছুটা বিলম্ব হতে পারে।" তিনি আরও জানান, সাগরদাঁড়ি এক্সপ্রেসের টিকিট ফেরতের ঘোষণা দেওয়া হয়েছে এবং যাত্রীরা চাইলে টিকিটের টাকা ফেরত নিতে পারবেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স